ইসলামিক গল্প | হুজুরের হুজরানী ২য় পর্ব
#হুজুরের_হুজরানী
লেখকঃ মোঃ সাজ্জাত হোসেন( বড় ভাই)
#_২য়_পর্ব
বাইকে উঠার পর গতি মাত্র ৭০/৭৫ উঠেছে এমন সময় খালাদের বাসার সামনে এসে থেমে গেলাম কারণ ছোট বেলায় আসছিলাম বাড়ির কথা তেমন একটা মনে নেই কিন্তু বাড়ির সামনে রাস্তায় ছোট্ট একটা কালভার্ট ছিলো সেটা ভালো ভাবে মনে আছে তাই কালভার্টের উপর এসে বাইক থামিয়ে দিলাম বললাম বাড়ি চিনাতে হবে না আমি চিনতে পারছি এবার নামেন উপায় না পেয়ে নেমে গেলো
বাড়ির সামনে গিয়ে কলিং বেল দিতেই খালামনি দরজা খুলে দিলো
আমি,, আসসালামু আলাইকুম খালামনি কেমন আছেন
খালামনি,, ওয়ালাইকুমুস সালাম ভালো বাবা তুমি কেমন আছো
আমি,, আলহামদুলিল্লাহ ভালো
খালামনি,, চলো আগে ভিতরে চলো আরে শুভা তুই এখানে আই ভিতরে আয়
(শুভা এতোক্ষণ আমাদের পিছে দারিয়ে ছিলো আমাদের কথা শুনছে)
শুভা,, থাক তুমি তোমার ছেলেকে আদর করো আমি গেলাম পরে আসবো
ইমন,, আম্মু এইভাবে দাঁড়িয়ে থাকবা ভিতরে চলো ভাইয়া চলো,,
ভিতরে যাবার পর ইমন বললো ভাইয়া তুমি আমার সাথে আমার রুমে থাকবে অনেক দিন পর ভাইকে পেলাম রাত ভরে গল্প করবো
খালামনি,, আচ্ছা থাকবে এবার রুমে নিয়ে যা ছেলেটাকে
বাবা যাও ফ্রেস হয়ে আসো কিছু খেয়ে নাও কত দূর থেকে আসছো
(আসলে ছোট বেলা থেকেই খালামনি আমাকে খুব ভালোবাসে কিন্তু আমার তেমন আসা হতো না কিন্তু খালামনি আমাদের বাসায় রেগুলার যেতেন)
আমি,, খালামনি একটু পর আসরের আজান হবে আমি ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে আসি তার পর খাবো
আচ্ছা রুমে গিয়ে ব্যাগ রেখে ওয়াস রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম এসে দেখি ইমন রুমে নেই
বাইরে সোফায় বসে আছে
আমি,, চল ইমন নামাজে যাবো।
ইমন,, ভাইয়া তুমি যাও আমি যাবো না
আমি,, তোকে একটা কথা বলি তুই যদি আমার সাথে পাঁচ ওয়াক্ত নামাজে না যাস আমি এখনি বাড়ি চলে যাবো
খালামনি কিচেন থেকে আমাদের এখানে আসলো
খালামনি,, কিরে ইমন তোর বুদ্ধি সুদ্ধি আছে ছেলেটা এতো দিন পর আসলো এলাকা চিনে না এলাকার কাওকে চিনে না ওকে একা জেতে বলছিস
ইমন,, আমি জেতে পারি আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবো নামাজ পড়তবো না
আমি,, সমস্যা কি তোর নামাজ পড়তে
ইমন,, ভাই কাপড় ঠিক নাই
আমি,, তাই চল আমার সাথে রুমে নিয়ে গিয়ে ব্যাগ থেকে একটা জুব্বা পায়জামা বের করে বললাম নে এবার পরে নে,,
ইমন,, এইগুলো কার জন্য আমি পরতে পারবো না আগে কখনো পরিনি আমার লজ্জা লাগে,,
আমি,, এগুলো আমি তোর জন্য আনছি কিসের লজ্জা আমিও জুব্বা পরে আছি একবার পরলে ঠিক হয়ে যাবে
আসলে বর্তমান জেনারেশন সকল খারাপ কাজে লজ্জা পায় না শুধু ভালো কাজে লজ্জা প্রেম করে লজ্জা পায় না বেহায়ার মত ছেলেমেয়েরা রাস্তা ঘাটে একসাথে ঘুরে বেড়ায় লজ্জা পায় না বড়দের সালাম দিতে লজ্জা পায় বাবা মায়ের সামনে সিগারেট খেতে লজ্জা পায় না ঘরে ঢুকে বাবা মাকে সালাম দিতে লজ্জা পায়,,
পাছাছেরা পান্ট পরতে লজ্জা পায় না সুন্নতী পোশাক পরতে লজ্জা পায়
উরনা গলায় টাইটপান্ট নগ্ন পোশাক পরতে লজ্জা পায় না মেয়েরা বোরকা পরতে লজ্জা পায়
সব লজ্জায় গদোগদো
যাক গল্পে ফিরে আসি
ইমন জুব্বা পায়জামা পরে রুম থেকে বের হলো অনেক সুন্দর লাগছে খালামনিও অনেক খুশি নামাজে যাচ্ছি গেটের কাছে জেতেয় দেখি শুভা খালাদের বাড়ির ভিতরে ঢুকবে আমি নিচের দিকে তাকিয়ে আছি শুভা একবার আমারদিক আছে তারপর ইমনের দিকে তাকিয়ে জোরে জোরে হাসলে শুরু করলো
আর বলছে
শুভা,, শয়তানের গায়ে আবার ফেরেস্তার পোশাক আসলো কেমনে।
ইমন লজ্জা পেয়ে,, তুই চুপ কর কে শয়তান আর বললাম না চলো ভাইয়া মসজিদে আজান হচ্ছে
আমারা চলে গেলাম শুভা বাড়ির ভিতরে ঢুকলো
মসজিদে গিয়ে ইমন সবার সাথে পরিচয় করিয়ে দিলো আসলে আমার খালু দের বড় বংশ অনেক আত্মীয় সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে নামাজ শেষ করে এলাকাটা ঘুরে ঘুরে দেখছি সন্ধ্যা হয়ে গেল মাগরিবের নামাজ আদায় করে বাসায় গেলাম রাতে খালু বাসায় আসলো আলাপ করলাম এর মাঝে শুভা আবার এসে ইমনের ঘরে গিয়ে কি জেন বলতে লাগলো আমি খালাখালুর সাথে কথা বলছি আবার কিছু ক্ষণ পর শুভা হাসতে হাসতে চলে গেলো কারণ ওদের পাশের বাসা তাই ঘনোঘনো আসা
তারপর ইশার নামাজ পড়ে এসে
সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম রুমে গেলাম ইমন পরতে বসলো এইবার এসএসসি পরীক্ষা দিবে
আমি খাটের উপর বসে আমার প্রিয় লেখকের প্রিয় একটা ইসলামিক উপন্যাস পরছি বইটির নাম নিউ ভার্সন অফ লাভ লেখক মুফতি হাবিবুর রহমান মিসবাহ 😍😍
সবাই বইটা পড়বেন আমার মত আপনাদের ও ভালোলাগবে এবং অনেক উপকার হবে
হটাৎ করে ইমন বললো ভাইয়া তুইতো ভালো ছাত্র ছিলি ভালো একটা কলেজে চান্স পেয়েছিলি
তাহলে কলেজে লেখাপড়া ছারলি কেনো
আমি একটা চেয়ার টেনে নিয়ে ওর পাশে বসলাম
আমি,, শুন ইমন আমিও খুব স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়ে ছিলাম কিন্তু কলেজে গিয়ে প্রথম দিন যা দেখলাম তাতে সব স্বপ্ন ভেঙ্গে যায় লেখা পড়ার আগ্রহ নষ্ট হয়ে যায়
ইমন,, কি দেখছিলা ভাই বলো না
আমি,, শুন তাহলে.......
চলবে.....…......?
জাযাকাল্লাহ খইরান.....