ইসলামিক গল্প ও কাহিনী | গল্পঃ হুজুরের হুজরানী ৩য় পর্ব

ইসলামিক গল্প ও কাহিনী | গল্পঃ হুজুরের হুজরানী ৩য় পর্ব

ইসলামিক গল্প ও কাহিনী | গল্পঃ হুজুরের হুজরানী ৩য় পর্ব
ইসলামিক গল্প ও কাহিনী | গল্পঃ হুজুরের হুজরানী ৩য় পর্ব

#হুজুরের_হুজরানী

#_৩য়_পর্ব

ইমন,, কি কারনে কলেজ ছারলি সব

আমি,, শুন আমি প্রথম দিন কলেজে গিয়ে দেখলাম ছাত্র-ছাত্রী বই ছেড়ে প্রেম নিয়ে ব্যস্ত কোথাও লেখা পড়ার নাম নেই সব জায়গায় দলাদলি হানাহানি আমি বুঝতে পারলাম না এদের ভবিষ্যত কি এরা কি একটু ও চিন্তা করেভাবতে ক্লাস রুমে গেলাম রুমে ঢুকেই দেখি ক্লাসের সময় শিক্ষকদের খবর নাই 
ক্লাস রুমে ছাত্র ছাত্রী সব প্রেম করতে ব‍্যস্ত এই শিক্ষা কি একটা ছাত্র কে মানুষ বানাতে পারে এমন সময় একটা ছেলে একটা মেয়েকে ক্লাস রুমে কিস করে বসলো আমি আর বসে থাকতে পারলাম না হাটা ধরলাম প্রধান শিক্ষকের রুমে দিকে দেখি স‍্যার বসে বসে কি জেন পরছে 

আমি,, মে আই কামিন স‍্যার 

স‍্যার,, ইয়েস ইয়েস আসো তুমি তো এবার নতুন ভর্তি হলে বলো কি জন্য এসেছো

আমি,, স‍্যার যদিও আমি একটু দেরিতে ভর্তি হয়েছি ক্লাস সুরু হয়েছে   ২ মাস আগে এখন ক্লাস টাইমে স‍্যার নাই ছাত্র ছাত্রী সব চুপাচুমি করে বেরাচ্ছে
( আসলে রেজাল্ট ভালো করলেও কোন কলেজে ভর্তি হবো এইনিয়ে গোলমাল করতে করতে আমার দুইমাস কেটে যায় তাই এতো পরে ভর্তি হওয়া)

স‍্যার,, আসলে আমাদের শিক্ষকের স্বল্পতার কারনে এমনটা হচ্ছে আর ছাত্র ছাত্রী দের কোনো দোষ নেই দোষ হলো ওদের বয়সের এই বয়সে এমন একটু আধটু হয় তুমিও করো যদিও তুমি হুজুর টাইপের (একটু ঘুরিয়ে)

আমি,, ভালো বলেছেন মনে হয় না এখানে থেকে আমার কোন কিছু শেখার আছে আসি তাহলে 

বলে রুম থেকে বাহিরে চলে গেলাম আর কলেজে যায় নি তার পর মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হলাম

ইমন,, তুই কখনো প্রেম করেছিস

আমি,, না

ইমন,, কাওকে পছন্দ করিস

[ইমনের কথা আমার কেমন যেন মনে হচ্ছে শুভার কথা মনে পরলো ইমনের রুমে আসলো কি যেনো আলোচনা করলো আবার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেলো]

আমি,, ইমন তুই কি কারো দালালী করছিস সত্যি করে বল তো তোর কথা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি,,

ইমন,, মনে মনে ইয়ে ঠিক পেয়ে গেলো 
আরে না ভাইয়া এমনি জানতে চাইলাম

আমি,, কোন মতলব থাকলে তারাতাড়ি বল( ওর কান ধরে)

ইমন,, তেমন কিছু না

আমি,, কান টেনে ছিঁড়ে দিবো সোজাসুজি বল

ইমন,, আস্তে ভাইয়া কান ছাড় লাগছে আমি বলছি 

আমি,, বল ( কান ছেরে দিয়ে)

ইমন,, আসলে শুভা তোকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে

আমি,, যা ভেবেছিলাম তাই হলো ওকে বলবি এসব কথা যেন আর না আগায় এসব পাপ আমাকে ভুলে যেতে বলবি বিয়ের আগে প্রেম ভালোবাসা সম্পন্ন হারাম 

ইমন,, আচ্ছা বলে দিবো চলো শুয়ে পরি 

আমি,, চল 

আমি মনে করেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছু ঠিক হলো না

পরের দিন ফজরের নামাজের পরে এসে ঘুমিয়ে পড়লাম
একটু পর 
খালামনি ডাকলো রবি ও রবি বাবা উঠো ৯ টা বেজে গেছে খেয়ে নাও 

ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম দেখি ইমন বসে আছে খালা খাবার দিলো খাওয়া শেষ করে

ইমন,, চল ভাইয়া বাইক নিয়ে ঘুরে আসি

আমি,, তোর স্কুল 

ইমন,, স্কুল বন্ধ 

আমি,, চল তাহলে বসে না থেকে ঘুরে আসি 

খালামনি,, যাও ঘুরে আসো

বাইরে গিয়ে বাইক নিয়ে রাস্তায় বের হলাম আমার রুমাল দিয়ে মুখটা পেঁচানো
বাইকের গতি ১০/১৫ কিলোমিটার
কতদূর যেতে

ইমন,, ভাইয়া দারা 

বাইক টা থামিয়ে কি হলো

ইমন,, সামনের দিকে দেখ 

আমি,, কি 

ইমন,, ঐ দূরে দেখা শুভা ও তার বান্ধবীরা দারিয়ে আছে আজ তোকে নিজে সরাসরি প্রপোজ করবে

আমি,, মানে তুই কি বলিস

ইমন,, হুম ভাই তুই ফজর পরে এসে ঘুমিয়ে পরলি তখন শুভা এসে আমাকে একটা বিষয় নিয়ে ব‍্যাকমেল করে সব কথা শুনে তোর সম্পর্কে আর আমাকে ওয়াদা করায় আমি যেন তোকে এই রাস্তা দিয়ে সামনে বাজার পর্যন্ত নিয়ে যায়
আমি একটা কারনে রাজি হয়ে যায় তোকে পরে সব বলবো এখন তুই চল ভাই না হলে আমি শেষ

আমার মাথা ঘুরছে বলে কি আমি মনে করেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন কি করবো

এইদিকে শুভা ওর বান্ধবীদের বলছে তোরা তোদের দোলাভাইকে দেখতে চেয়েছিলি না ওই দেখ বাইক চালিয়ে আসছে যে বাইকটা চালাচ্ছে ওটাই তোদের দুলাভাই তোরা পুরো রাস্তা আটকে দারা দেখি কোথায় দিয়ে যায় ফাকি দিয়ে

আমরা ওদের থেকে অনেক দূরে শুধু দেখা যাচ্ছে

আমি ওদের রাস্তা আটকে দাঁড়ানো দেখে আরো চিন্তায় পড়ে গেলাম ইমন এইদিকে অনুরোধ করছে বাজার পর্যন্ত যাওয়া জন্য হটাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো সাপো মরবে লাঠিও ভাঙবে না 

আমি,, ইমন তুই না বললি বাইক রেসিং দেখবি এবার চুপ বসে পর

ইমন,, তুই কি করতে চাইছিস 

আমি,, চুপ করে বস( ধমকের সুরে)

ও বাইকে উঠলো 

বাইক স্টাড দিলাম 
আর মনে মনে দোয়া করতে ছিলাম আল্লাহ তুমি যদি ইউসুফ নবীকে জুলেখার তালা বন্ধ ঘর থেকে বের করতে পার আমাকে এই বেগানা নারীদের থেকে হেফাজত করো

আর দোয়া পরতে ছিলামঃ আল্লাহুম্মা ইন্নী আ'য়ুজুবিকা মিনাল নিসা
অর্থ,, হে আল্লাহ আমাকে মহিলাদের অতিষ্ট থেকে রক্ষা করো

বাইকটা হলো ১৮০ সিসি তাই মুহূর্তের মধ্যে গতি ৯৮/১০০ এইদিকে শুভা ও তার বান্ধবীরা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে তীব্র গতিতে এগিয়ে গেলাম ওদের দিকে বাকিটা ইতিহাস

চলবে..........

[ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
Post a Comment (0)
Previous Post Next Post